Chairman Message

Image

আল রেযা ইসলামী মডেল একাডেমি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো এমন এক প্রজন্ম গড়ে তোলা, যারা ধর্মীয় জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আত্মিকভাবে পরিশুদ্ধ, নৈতিকভাবে দৃঢ় এবং জ্ঞান ও কর্মে আদর্শ হবে। আমরা বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত শিক্ষা একজন মানুষকে শুধু সফল নয়, বরং উপকারী মানুষে পরিণত করে। আল রেযা ইসলামী মডেল একাডেমি সেই লক্ষ্যেই অগ্রসরমান — “ধর্মীয় মূল্যবোধে সচেতন ও আত্মবিশ্বাসী জাতি গঠনে আমরা বদ্ধপরিকর।”

মুহাম্মদ ইব্রাহিম খান হিরো

চেয়ারম্যান

আল রেযা ইসলামী মডেল একাডেমি