Principal Message

Image

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আল রেযা ইসলামী মডেল একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যেখানে ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা নয়, বরং এমন আদর্শ মানুষ সৃষ্টি করা—যারা আল্লাহভীরু, সৎ, আত্মনির্ভরশীল এবং সমাজ ও দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ। আমরা বিশ্বাস করি, সত্যিকারের শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এমন একটি আলোকবর্তিকা যা মানুষকে সঠিক পথ দেখায়, চরিত্রকে শুদ্ধ করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। আল্লাহ তায়ালা আমাদের এই প্রয়াসকে কবুল করুন ও আমাদের প্রজন্মকে দীন ও দুনিয়ার সাফল্যে সমৃদ্ধ করুন—এই দো’আই করি।


মাওলানা মুহাম্মদ ইমাম হুসাইন কাদেরী

অধ্যক্ষ,

আল রেযা ইসলামী মডেল একাডেমি।